
স্টাফ রিপোর্টার ।।
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ব্যারিস্টার হাসনাত জামিলের ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১০ ডিসেম্বর) সকালে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের কড়িয়াটা উত্তর পশ্চিম পাড়া গ্রামে এ চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমে দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন ধলেশ্বরী হাসপাতালের ৫ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম । চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ধলেশ্বরী হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক ডা: সিনথিয়া আলী জুই, নাক,কান ও গলা বিশেষজ্ঞ ডা: এ কে জে মুরাদ, জেনারেল প্র্যাক্টিশনার ডা: নিশাত তাসনিম সহ হাসপাতালের নার্সগণ উপস্থিত ছিলেন।এতে সেবা গ্রহণ করেন প্রত্যন্ত অঞ্চলের শতাধিক প্রসূতি সহ নিম্ন আয়ের মানুষেরা।
এ বিষয়ে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় পর্যবেক্ষণ বিষয়ক সম্পাদক ও ধলেশ্বরী হাসপাতালের পরিচালক ব্যারিস্টার হাসনাত জামিল বলেন, মানুষের পাচটি মৌলিকের অধিকারের মধ্যে সু-চিকিসা অন্যতম। অসহায় মানুষ যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় তারই চিন্তাভাবনা থেকে আমার এই ক্ষুদ্রতম প্রয়াস মাত্র। ভবিষ্যতেও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।