
মধুপুর প্রতিনিধি ॥
“ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান ” টাঙ্গাইলের মধুপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপজেলা এ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সকালে ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত ক্যাম্পেইনের আলোচনা সভায় সভাপতিত্ব স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সাইদুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডিডিসকন্ট্রোল ডা. বিশ্বজিত চন্দ্র দাস।
বক্তব্য রাখেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হেলাল উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মান্নান, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, মেডিকেল অফিসার ফাতেমাতুজ জহুরা, এমটি- ইপিআই রোকুনুজ্জামান ভূইয়া প্রমুখ। সভায় মেডিকেল অফিসার, স্বাস্থ্যকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায়, মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকেল ৩ পর্যন্ত মধুপুরে ১৪৬টা ইপিআই কেন্দ্রে ও পৌরসভায় ২৪ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন করা হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।