
সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুরে শাহীন শিকদার বাবু (৩২) ওরফে কট বাবু ও হাফিজুর রহমান (২৪) নামের সঙ্গবদ্ধ চক্রের চিহ্নিত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১১ ডিসেম্বর) ভোরে পৌরসভার বাঁশবাড়ি মিলপাড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। কট বাবু পৌরসভার সৌখিনমোড় এলাকার মেছের শিকদারের এবং হাফিজুর রহমান একই এলাকার সুরুজ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (৮ ডিসেম্বর) ঘাটাইল উপজেলার বেইলা গ্রামের ওমর ফারুক ও জাহিদ হাসান মোটরসাইকেলের যন্ত্রাংশ কিনতে সখীপুরে আসেন। শাহীন শিকদার বাবু ও হাফিজুরসহ কয়েকজন যুবক সৌখিনমোড় এলাকা থেকে তাদের আটক করে একটি বনে নিয়ে যায়। সেখানে ওমর ফারুক ও জাহিদকে জিম্মি করে তাঁদের কাছে থাকা ৪৮ হাজার টাকা ও বিকাশের মাধ্যমে আরও ২০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়। আরও ১০ হাজার টাকার জন্যে ওমর ফারুক ও জাহিদকে মোবাইল ফোনে ব্যাপকভাবে চাপ দিতে থাকে। পরে ভুক্তভোগী দুই যুবক রোববার দুপুরে ঘটনাটি সখীপুর থানায় জানালে পুলিশ শাহীন শিকদার বাবু ও হাফিজুরকে গ্রেপ্তার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী বিষয়ে জানায়, ওরা চিহ্নিত সঙ্গবদ্ধ চক্র। এরকম অনেক ছিনতাইয়ের ঘটনা অনেক বছর যাবৎ ঘটাচ্ছে। আমরা সাধারণ মানুষ ওদের বিরুদ্ধে কোন কথা বলতে সাহস পাইনা। সখীপুর থানা পুলিশকে ধন্যবাদ জানাই। ওদের সর্বোচ্চ শাস্তির দাবি করি যাতে এরকম ছিনতাই করার সাহস আর কেউ না পায়। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ওদের সঙ্গে জড়িত অন্যান্য ছিনতাইকারী ও মদদদাতাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে এই চক্রটিকে ধরার চেষ্টা করা হচ্ছে। অবশেষে দুইজনকে গ্রেপ্তার করতে পেরেছি। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, দস্যুতার মামলায় শাহীন শিকদার ওরফে কট বাবুসহ দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাঁদের গ্রেপ্তার করায় এলাকার লোকজন ফোন করে পুলিশকে ধন্যবাদও জানাচ্ছে।