গোপালপুরে শিশুকে অপারেশন করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা

গোপালপুর টাঙ্গাইল

নুর আলম, গোপালপুর ॥
টাঙ্গাইলের গোপালপুরে সবেদা বেগম নামের ৩৫ বছরের এক মহিলা ঢাকার এক হাসপাতালে তার ৪ বছরের ছেলের হার্টের অপারেশন করাতে নিয়ে গিয়ে সেখানেই অজ্ঞান হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত ব্যক্তি উপজেলার মির্জাপুর ইউনিয়নের নুঠুরচর পশ্চিম পাড়া গ্রামের ইনছান আলীর স্ত্রী। তাদের সংসারে তিন ছেলে সন্তান রয়েছে। বড় ছেলে হাইস্কুলে লেখাপড়া করেন, মেঝ ছেলে নূরানী মাদ্রাসায় এবং ছোট ছেলে যার অপারেশন করানোর জন্য ঢাকায় নেওয়া হয়েছিল।

মৃত সবেদার স্বজনদের কাছ থেকে জানা যায়, সবেদার ছোট ছেলের জন্মের কয়েক মাস পর থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হতে শুরু করে। ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে ওই শিশু ছেলের শরীরে দিনদিন বিভিন্ন প্রকারের রোগ দেখা দিতে থাকে। নিয়মিত সর্দি, জ্বর লেগেই থাকতো। আর ঔষধ ছিলো তার নিত্য দিনের সঙ্গী। দেখতে দেখতে এভাবে ৪ বছর কেটে যায়। পরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় শিশুটির দুটো হার্ট’ই ছিদ্র। তাই শিশুটির হার্টের অপারেশন করার জন্য ঢাকার এক হাসপাতালে ভর্তি করানো হয়। এদিকে শিশুটি একাধিক রোগে আক্রান্ত থাকায় শারিরীকভাবে অপারেশনের জন্য সুস্থ না থাকায় হাসপাতালে বেশ কিছুদিন ভর্তি থাকতে হয় তাদেরকে। পরে হাসপাতালে থাকা অবস্থায় সবেদা হটাৎ করে মাথা ঘুরে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। তাৎক্ষণিক তাকে সাময়িক চিকিৎসা প্রদান করা হয়। পরদিন সেই হাসপাতালেই সবেদা বেগমের মৃত্যু হয়।

 

৫৬৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *