
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুর পৌর বিএনপির সভাপতির দায়িত্ব ফিরে পেয়েছেন সাবেক ভিপি হযরত আলী মিঞা। রোববার (১০ ডিসেম্বর) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তিনি দায়িত্ব ফিরে পান। এর আগে বিএনপির কেন্দ্রঘোষিত চলমান আন্দোলন কর্মসূচীতে কোনো ধরণের ভূমিকা না রাখায় গত ৬ ডিসেম্বর দলের দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে মির্জাপুর পৌর বিএনপির সভাপতির পদ থেকে পরিবর্তন করে সিনিয়র সহসভাপতি আলী আজম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়।
অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে ষড়যন্ত্র মোকাবেলায় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর হস্তক্ষেপ কামনা করেন।
৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্র নেতা মির্জাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও ভিপি হযরত আলী মিঞা পৌর সদরের পুষ্টকামুরী গ্রামের বাসিন্দা। তিনি মির্জাপুর কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ২বার নির্বাচিত চেয়ারম্যান এছাড়া টাঙ্গাইল জেলা বিএনপির বিশেষ সম্পাদক, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এদিকে চলমান এক দফা আন্দোলনের অগ্রভাগের নেতা হযরত আলী মিঞাকে মিথ্যা অভিযোগে পৌর বিএনপির সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার খবরে মির্জাপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মথ্যে ক্ষোভের সৃষ্টি হয়। উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্থানে, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মাধ্যমে এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাতে থাকেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেন, অবৈধ সরকারকে হঠাতে দেশের এই ক্লান্তি লক্ষে যেখানে জাতীয়তাবাদী শক্তির সকলস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করতে হবে। সেখানে সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী দলের ভেতরে নিজের একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে তৃনমুল থেকে বেড়ে উঠা নেতা হযরত আলী মিঞাকে অব্যহতির আয়োজন করেন। বিষয়টি নিন্দা জানানোর ভাষা জানা নেই বলে তিনি উল্লেখ করেন। তবে বিষয়টি নজরে এনে দ্রুত সঠিক সিদ্ধান্ত নেয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা বলেন, ছাত্র জীবন থেকে শুরু করে চলমান এক দফা আন্দোলন সংগ্রামে রাজপথে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তারপরও সিনিয়র নেতাদের ভুল বুঝিয়ে ষড়যন্ত্র করে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছিল। ষড়যন্ত্র মোকাবেলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হস্তক্ষেপ করায় তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।