জেলা ক্রীড়া সংস্থায় “স্মার্ট বাংলাদেশ স্মাট ক্রীড়াঙ্গন” নিয়ে আলোচনা

খেলা টাঙ্গাইল টাঙ্গাইল সদর

স্পোর্টস রিপোর্টার ॥
মহান বিজয় দিবসকে সামনে রেখে আগামীতে স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্যে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশন ও জাতীয় ক্রীড়া ফোরামের যৌথ আয়োজনে বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় ক্রীড়া র‌্যালী আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। এ উপলক্ষে সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থায় “স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন” নিয়ে আলোচনা করেন প্রধান আলোচক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু।
এ সময় আলোচনায় অংশ নেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন ও ইফতেখারুল অনুপম ছাড়াও জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ অংশগ্রহণ করেন। আলোচনায় আরো যারা উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্বাস আলী সরকার, নির্বাহী সদস্য ভ্রমর চন্দ্র ঘোষন ঝোটন, আনিছুর রহমান আলো, বাবুল খান, বজলুর রহমান, জাহিদ তারেক খান জুয়েল, সৈয়দ মোহাম্মদ আলী বেল্লাল, আব্দুল খালেক শিপন, আরাফাত রহমান, আসাদ উল্লাহ খান, এরফানুল করিম খান আজমীর ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার নুরুন্নাহার ঝিলু ও মহিলা ক্রীড়া সংস্থার সদস্য ঝর্না খাতুন।
আলোচনায় জানা যায়, বুধবার (১৩ ডিসেম্বর) সকালে র‌্যালী ছাড়াও আসন্ন নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল জেলার ৪টি উপজেলার মাঠে ও মাঠের বাইরের তারকা শিল্পী সাকিব আল হাসান, পরী মনি, ফেরদৌস, শমী কায়সার, মাহিয়া মাহীসহ চলচিত্রের বিভিন্ন তারকাদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

৫৫৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *