টাঙ্গাইলে মুরাদ সিদ্দিকীর মত বিনিময় সভা জনসভায় রুপ নেয়

টাঙ্গাইল টাঙ্গাইল সদর রাজনীতি

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-৫ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী ধারাবাহিক গণসংযোগ, পথসভা ও মতবিনিময় করেছেন। সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে নাগরিক কমিটির উদ্যোগে উপজেলার কাকুয়া ইউনিয়নের চরপৌলীতে মতবিনিময় সভাটি জনসভায় রুপ নেয়।

প্রধান অতিথির বক্তব্যে মুরাদ সিদ্দিকী বলেন কাকুয়া ইউনিয়নের প্রতিটি মানুষকে আমার অন্তরের মনি কোঠায় ঠাঁই করে নিয়েছি। আমি আপনাদের সুখে দুঃখে সারাজীবন পাশে থাকবো। আপনারা আগামী নির্বাচনে দল মতের ঊর্ধ্বে গিয়ে আমাকে সমর্থন দিবেন, ভোট দিবেন। আমি আপনাদের ভালবাসার দাম কোনদিন শোধ করতে পারবো না। আগামী নির্বাচন হবে অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ। আমাকে একটি বারের জন্য সেবা করার সুযোগ দেন। আমি সেবক হয়ে সারাজীবন কাজ করবো।

সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা ঘাতক দালাল নিমূল কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনি আরজু, মিজান মোল্লা , সাবেক মেম্বার লালমিয়া,জাকির হোসেন, ইসমাঈল হোসেন সহ প্রমুখ। রেজোয়ান খানের সভাপতিত্বে আমিরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময়ে হাজারো মানুষ অংশ নেন।

৪৩২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *