মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শহীদুল ইসলাম মাসুমের ইন্তেকাল

টাঙ্গাইল মির্জাপুর

স্টাফ রিপোর্টার ॥
মির্জাপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের দুই বারের নির্বাচিত সাবেক কাউন্সিলর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মাসুম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধায় ঢাকার উত্তরা হাই কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শহীদুল ইসলাম মাসুম মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরী গ্রামের বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেনের ছেলে।

মাসুমের ছোট ভাই মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুম বলেন, তিনি দীর্ঘ ধরে ফুসফুস ও হার্টের সমস্যায় ভোগছিলেন। গত দুই সপ্তাহ আগে শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে এক সপ্তাহ আগে উত্তরা হাই কেয়ার হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেয়া হয়। মঙ্গলবার সন্ধায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি মা, ২ স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।

বুধবার (১৩ ডিসেম্বর) মির্জাপুর কেন্দ্রেীয় জামে মসজিদের তাঁর নামাজে জানাজা শেষে পুষ্টকামুরী সামাজিক কবরাস্থানে দাফন করা হবে। এদিকে সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম মাসুমের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে শোক প্রকাশ করেছেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীম মাহমুদ সাধারণ সম্পাদক ব্যরিস্টার তাহরীম হোসেন সীমান্ত।

 

 

৫০৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *