স্টাফ রিপোর্টার ॥
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী করার লক্ষে টাঙ্গাইলের নাগরপুর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার গয়হাটা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিক আহসানুল ইসলাম টিটু এমপিকে বিজয়ী করার লক্ষে এ বর্ধিত কর্মী সভার অনুষ্ঠিত হয়।
গয়হাটা ইউনিয়ন আওয়ামী লীগে সভাপতি আবুল কালাম আজাদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ বর্ধিত কর্মী সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আনিসুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হকসহ জনপ্রতিনিধি ও ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।
২৩৪ Views