
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য ছোট মনির বলেছেন, ভূঞাপুর উপজেলায় প্রায় ৩ হাজার কোটি টাকার উন্নয়ন মূলক কাজ করেছি। যমুনার দুর্গম চরাঞ্চল মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছি। এ লক্ষ্যে চরাঞ্চলের বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে। নদী ভাঙনরোধে যমুনা নদীর ভাঙন রোধে বেড়িবাঁধ করেছি। এমন কোন প্রতিষ্ঠান নেই যেখানে উন্নয়নমূল কাজ করা হয় নাই।
সংসদ সদস্য ছোট মনির আরও বলেন, এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে আবারও জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ছোট মনির এসব কথা বলেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম মোহনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান, জেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম, ভূঞাপুর পৌরসভার সাবেক মেয়র আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা প্রমুখ।
এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদার, ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, নিকরাইল ইউপি সাবেক চেয়ার আলহাজ¦ মুহাম্মদ আব্দুল মতিন সরকার, গাবসারা ইউপি সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, অর্জুনা ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব, অলোয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকসহ অন্যান্যরা অংশ নেন।