মধুপুরের ইউএনওকে গারো কোচদের এসোসিয়েশনের শুভেচ্ছা

টাঙ্গাইল মধুপুর

মধুপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইল জেলায় বসবাসরত গারো কোচদের সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন রেজিঃ নং ট-স২১৩১ এর মধুপুর শাখার নেতৃবৃন্দ নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার সাদিকুল ইসলাম সবুজকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে মধুপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তারা এ শুভেচ্ছা জানান।

এ সময় মধুপুরের সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন উপস্থিত ছিলেন। ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন মধুপুর শাখার সভাপতি মিঃ রঞ্জিত নকরেক, জেনারেল সেক্রেটারি সুবোধ বর্মন, ভাইস চেয়ারম্যান ভরত বর্মন, সাংগঠনিক সম্পাদক জয়দেব সরকার জয়, কোষাধ্যক্ষ অর্চনা নকরেকসহ সাংগঠনিক সম্পাদক অসীম কুমার, সম্মানিত সদস্য সুমন, লরেন্স নকরেক, ময়না রানী, নিরেন, পনূয়েল,পল্লব মৃ, অর্জুন প্রমুখ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

৪৯৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *