
স্টাফ রিপোর্টার ।।
টাঙ্গাইলের দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরন কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতালের দরিদ্র, অসহায় রোগী, তাদের স্বজন এবং টাঙ্গাইল রেল ষ্টেশনে ভাসমান ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. ওলিউজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন আলী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ অন্যন্য কর্মকর্তাবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।