
স্টাফ রিপোর্টার ।।
টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-২৫ উপলক্ষে জাফর-নাসির প্যানেল মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা নির্বাচন কমিশনের চেয়ারম্যান হারুন অর রশিদের কাছ মনোনয়ন পত্র জমা দেন। এ সময় নির্বাচন কমিশনার এস আকবর খান উপস্থিত ছিলেন।
জাফর-নাসির প্যানেলের মনোনয়ন পত্র জমা দেয়ার সময় টাঙ্গাইল প্রেসক্লাবের অন্তত ৩০-৩৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। জাফর-নাসির প্যানেলে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন–
সভাপতি পদে একটি জাফর আহমেদ (যুগান্তর), সহ সভাপতি পদে দুইটি কাজী জাকেরুল মওলা (আরটিভি), সাহাবু উদ্দিন মানিক (আজকের টেলিগ্রাম), সাধারণ সম্পাদক পদে একটি নাসির উদ্দিন (এটিএন বাংলা), যুগ্ম সম্পাদক পদে দুইটি ইফতেখারুল অনুপম (জনকণ্ঠ), কাজী তাইজউদ্দিন রিপন (একুশে টিভি), কোষাধ্যক্ষ পদে একটি আবদুর রহিম (সমকাল), ক্রীড়া সম্পাদক পদে একটি খন্দকার মাসুদুল হক মাসুদ (মজলুমের কন্ঠ) , দপ্তর ও পাঠাগার সম্পাদক পদে একটি অরন্য ইমতিয়াজ (আজকের দেশবাসী), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে একটি হেমায়েত হোসেন হিমু (সময় তরঙ্গ) ও কার্যকরী সদস্য পদে ৫টি মামুনুর রহমান মামুন (ইন্ডিপেন্ডেন্ট টিভি), শামীম আল মামুন (যমুনা টিভি), হাবিবুল্লাহ কামাল (বাংলা টিভি), আবু জুবায়ের বুলবুল (যায়যায়দিন), কাদির তালুকদার (সময় টিভি)।
জাফর-নাসির প্যানেলের বাইরে সভাপতি পদে দুইটি, সাধারণ সম্পাদক পদে তিনসহ মোট ১৪টি মনোনয়ন পত্র দাখিল করেছেন।
নির্বাচনে সভাপতি এক জন, সহ-সভাপতি দুই জন, সাধারণ সম্পাদক এক জন, কোষাধ্যক্ষ এক জন, যুগ্ম সম্পাদক দুই জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এক, দপ্তর ও পাঠাগার সম্পাদক এক জন ও কার্যকরি সদস্য পাঁচ জন।
টাঙ্গাইল প্রেসক্লাব নির্বাচন কমিশনের চেয়ারম্যান হারুন অর রশিদ গত ২ ডিসেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করেন। ১১ ডিসেম্বর সন্ধ্যা ৫ টা থেকে ৬ টা পর্যন্ত মনোনয়ন পত্র গ্রহণ, ১২ ডিসেম্বর সন্ধ্যা ৬ টা হতে রাত ৮ টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল, ১৩ ডিসেম্বর মনোনয়ন পত্র বাছাই, আপত্তি গ্রহণ, নিষ্পত্তি ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৭ টা থেকে ৮ টা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২৫ ডিসেম্বর দুপুর ২ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।