নাগরপুরে তিন ইউনিয়নে আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল নাগরপুর রাজনীতি

নাগরপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের নাগরপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ৩টি ইউনিয়নে বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সলিমাবাদ, মোকনা ও বেকড়া ইউনিয়নে এ কর্মী সভার আয়োজন করেন ইউনিয়ন আওয়ামী লীগ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী বর্তমান এমপি আহসানুল ইসলাম টিটু।

সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কায়কোবাদ খান (কেবি) এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান আনিসের, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম কামরুজ্জামান মনি, অ্যাড. আজহার উদ্দিন, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুস ছবুর, আব্দুল আলিম দুলাল, সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপু, শেখ সামছুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কোহিনুর ইসলাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক উজ্জল হোসেন মোল্লা, সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম দাউদ, ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতনসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

৩২৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *