
কাজল আর্য ।।
টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে আওয়ামী লীগের প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদার নিয়মিত সভা, পথসভা ও উঠান বৈঠক করছেন। তিনি সারা উপজেলায় সকাল-রাত পর্যন্ত মানুষের দুয়ারে ভোট চাচ্ছেন। গণসংযোগে নৌকার পক্ষে জন জোয়ার সৃষ্টি হয়েছে। নৌকার বিজয়ের লক্ষ্যে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে এলেঙ্গা পৌর, বিকেলে কোকডহরা ইউনিয়ন আওয়ামী লীগ ও রাতে পাইকড়ায় বিশেষ সভা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নৌকার প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদার।
নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি ও কালিহাতী পৌরসভার মেয়র নুরুন্নবী সরকার, এলেঙ্গা পৌরসভার মেয়র নুর এ আলম সিদ্দিকী, জেলা পরিষদের সদস্য আয়নাল হক, নাগবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বিপ্লব, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মজিত তোতা, সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রামানিক, গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ, কোকড়হরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক
আব্দুল লতিফ মোল্লা, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন তুলা ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা প্রমুখ। এসময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নৌকার প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদার কালের কন্ঠকে বলেন সারাজীবন রাজনীতি করেছি মানুষের কল্যাণে। বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বের সাথে কোনদিন বেইমানী করি নাই। আওয়ামী লীগ করতে গিয়ে অনেক জেল জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করেছি। এমপি পদে নেত্রী আমাকে নৌকা দিয়ে ধন্য করেছেন। মুক্তিযুদ্ধের সূতিকাগার কালিহাতীতে নৌকার কোন বিকল্প নেই। জনগণ উন্নয়নের স্বার্থে নৌকাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
উল্লেখ এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়ছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও প্রয়াত মন্ত্রী শাজাহান সিরাজের মেয়ে ব্যরিস্টার সারওয়ার সিরাজ শুক্লাসহ মোট ৯ জন।
কালিহাতীতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৪ হাজার ৫৫৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৮৯২ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৫ হাজার ৬৬২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। এছাড়াও মোট ভোট কেন্দ্র রয়েছে ১১৩ টি।
এছাড়া প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ আগামী ১৮ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারী