কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কালিহাতী টাঙ্গাইল

সোহেল রানা, কালিহাতী ।।

সারা দেশের মতো টাঙ্গাইলের কালিহাতীতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় পর্যায়ক্রমে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কালিহাতী থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ), অফিসার্স ক্লাব, কালিহাতী পৌরসভা, উপজেলা শিল্পকলা একাডেমী, উপজেলা আওয়ামী যুবলীগ, এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজ, কালিহাতী শাজাহান সিরাজ কলেজ, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নুরজাহান খসরু আদর্শ উচ্চ বিদ্যালয়, কালিহাতী ইসলামীয়া দাখিল মাদ্রাসা ও উপজেলা ক্রীড়া সংস্থা সহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলো পুস্পস্তবক অর্পণ করেন।
পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক, কালিহাতী থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা,   উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

৪২৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *