
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি হাদিউজ্জামান সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের বেড়াডোমা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ লোকমান হোসেন জানান, বিএনপি নেতা হাদিউজ্জামান সোহেল নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামী ছিলেন। সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীকে পুলিশ গ্রেপ্তারের পর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেলকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়।