স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর পৌর আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে থানা রোডের পৌর আওয়ামী লীগ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ।
পৌর আওয়ামী লীগের সভাপতি হারুর অর রশিদ খানের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, সাবেক পৌরসভার মেয়র শহীদুর রহমান ও মোশারফ হোসেন মনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলম মিয়া, সহসভাপতি সমির বনিক, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম সহিদ প্রমুখ।
পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
মির্জাপুর পৌর আওয়ামী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত
৩১১ Views