ঘাটাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমের মনোনীত নোঙর মার্কার প্রার্থী ক্যাপ্টেন (অব.) জাকির হোসেনকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার আনেহলা ইউনিয়নের বাইশকাইল এলাকায় শহিদুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। ক্লিন ইমেজের এই নেতাকে বিজয়ী করার লক্ষ্যে সাধারণ ভোটাররা একাট্টা হয়েছেন। জাকির হোসেনকে জেতাতে বিনা খরচে দিনরাত খাটছেন সাধারণ ভোটাররা। ভোটাররা এবার মার্কা নয়, দুর্নীতিমুক্ত ও শান্তিপ্রিয় মানুষ হিসেবে জাকির হোসেনকেই বেছে নিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনএমের মনোনীত নোঙর মার্কার প্রার্থী ক্যাপ্টেন (অব.) জাকির হোসেন। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম ঘাটাইল উপজেলা শাখার সদস্য সচিব সরকার শাহীন, যুগ্ম আহবায়ক আরিফুজ্জামান রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নোঙর মার্কার প্রার্থী ক্যাপ্টেন (অব.) জাকির হোসেন ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা যোগ্য ও দুর্নীতিমুক্ত ভালো মানুষ দেখে ভোট দিয়েন। যদি আমাকে পছন্দ হয় বা বিশ্বাস করেন তাহলে ভোট আমাকেই দিয়েন। মানুষ দেখে ভোট দিয়েন কিন্তু মার্কা দেখে নয়। মার্কা কী ডাকলে কাছে আসে নাকি আপনি ডাকলে আপনার কথা শুনবে। মার্কার পেছনে যে মানুষটি আছে সেই মানুষটি গুরুত্বপূর্ণ। মার্কা গুরুত্বপূর্ণ নয়। ভোট সুষ্ঠু হলে সবাই কেন্দ্রে ভোট দিতে যাবেন। ঘাটাইলবাসী ভোট দিতে গেলে এবার ইতিহাস হবে। আমরা ঘাটাইলের শান্তি চাই।
আমরা কেই আত্মীয়, কেউ বন্ধুবান্ধব। আমরা কেনো একজনের মাথায় আঘাত করবো, কেনো আরেকজনের বিরুদ্ধে মামলা করবো। একজনের উপর হামলা করবো। এটাগুলো সব হয় স্বার্থের জন্য হয়। আমি ঘাটাইলের শান্তি চাই। আমি নির্বাচিত হলে ঘাটাইলের শান্তি ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ।