স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের আওয়ামী লীগের প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদার ধারাবাহিক গণসংযোগ করছেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) তিনি ইছাপুর মসজিদে নামাজ পড়েন। পরে সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ নির্বাচনী সভায় যোগ দেন। এছাড়া বিভিন্ন পয়েন্টে চলে গণসংযোগ।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লাসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মোজহারুল ইসলাম তালুকদার বলেন, নৌকা মানে বঙ্গবন্ধুর নৌকা শেখ হাসিনার নৌকা। নৌকা মানে উন্নয়নের প্রতিক মুক্তিযুদ্ধের প্রতিক। নৌকার বিকল্প কিছু নেই। তাই জনগণ নৌকাকেই দিয়ে বিজয়ী করবে।
৩৬৩ Views