টাঙ্গাইলে ছায়ানীড়ের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

টাঙ্গাইল

স্টাফ রিপোর্টার ॥
ছায়ানীড়ের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রকাশনা, সংবর্ধনা-২০২৩ অনুষ্ঠান হয়েছে। ছায়ানীড় আয়োজনে শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেল বাংলাদেশ জাতীয় যাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে উক্ত অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, জাতীয় মানবাধিকার কমিশন সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজুল হক। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাংলা একাডেমি সভাপতি সেলিনা হোসেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা আজহার আলী তালুকদার, মুক্তিযুদ্ধকালীন একমাত্র নারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার, এক্সপ্লোরেশন (সাবেক) বাপেক্স, পেট্রোবাংলার বাংলাদেশের প্রথম মহিলা ডাইরেক্টর সেলিমা শাহনাজ প্রমুখ।

ছায়ানীড়ের প্রকাশনা বিভাগের পরিচালক তারুণ্য তাওহীদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক লুৎফর রহমান, শুভেচ্ছা ছায়ানীড়ের প্রশাসনিক পরিচালক শাহানাজ রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছায়ানীড়ের সভাপতি ড. ইউসুফ খান।

অনুষ্ঠানে ছয়জন লেখককের ছয়টি গ্রন্থের মোড়ক উন্মোচন ও লেখকবৃন্দকে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধিত গ্রন্থ ও লেখকবৃন্দ হলেন বিপ্লব স্পন্দিত বুকে মুক্তিযুদ্ধে টাঙ্গাইল গ্রন্থের লেখক সেলিমা শাহনাজ,নাগরপুরের আকাশে উজ্জ্বল নক্ষত্র গ্রন্থের সম্পাদক সাইদ সামছুল করিম, নারী জাগরণ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও সমাজসেবায় নারী গ্রন্থের লেখক লুৎফা আক্তার মিতা, মির্জাপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা গ্রন্থের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম. আফজালুর রহমান,কবিতায় বঙ্গবন্ধু গ্রন্থের সম্পাদক রাশিদা জেসমিন রোজী,শত বর্ষের সফল ব্যক্তি টাঙ্গাইল গ্রন্থের লেখক লুৎফর রহমান।

২৮৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *