
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি স. ম. জাহাঙ্গীর আলম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে ঢাকা আনোয়ার খান মডেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সন্ধ্যায় জানাজা শেষে তাকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে ধনবাড়ী প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।