
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে (১৬ ডিসেম্বর) শহীদ স্মৃতি পৌর উদ্যানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভায় জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।
স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মোহাম্মদ আলী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীরবিক্রম, সাবেক জেলা কমান্ডার ফজলুল হক বীরপ্রতীক, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক ডিপটী, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন তালুকদার প্রমুখ।
এর আগে টাঙ্গাইল স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শরীর চর্চা প্রদর্শন করা হয়। শহীদ স্মৃতি পৌর উদ্যানে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।