টাঙ্গাইলে উইমেন এন্ড ই-কমার্স’র মাসিক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল টাঙ্গাইল সদর

স্টাফ রিপোর্টার ।।
টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন্স এন্ড ই-কমার্স’র মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের একটি রেস্টুরেন্টে উই’র টাঙ্গাইল টিমের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উই’র কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসিমা আক্তার নিশা। উই’র টাঙ্গাইল জেলা প্রতিনিধি মাহবুবা খান জ্যোতির সভাপতিত্বে উপস্থিত ছিলেন ওয়ার্কিং কমিটির পরিচালক ড. সালমা পারভীন, উই’র সাবেক টাঙ্গাইল জেলা প্রতিনিধি নহরে জান্নাত মিষ্টি,  আফরিন সুলতানা শিল্পী প্রমুখ। এসময় টাঙ্গাইলের শতাধিক নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

উই’র কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসিমা আক্তার নিশা বলেন, আমরা নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি। যারা স্থানীয় পণ্য নিয়ে কাজ করে আমরা তাদের নিয়ে কাজ করি। অনেক নারীরা কাজ করতে চাই তারা সাহস পাচ্ছে না তাদের উৎসাহিত করছি। আজ টাঙ্গাইলে এসেছি নারী উদ্যোক্তাদোর সাথে আলোচনা করতে।  টাঙ্গাইলের নারীরা ভালো কাজ করে। সামনে দিকে কিভাবে আগানো যায় সে বিষয়ে আজ আলোচনা করতে এসেছি।

উই’র টাঙ্গাইল জেলা প্রতিনিধি মাহবুবা খান জ্যোতি বলেন, আমি টাঙ্গাইলের নারী উদ্যোক্তাদের বলব উইতে সচল হতে। যারা সচল মেম্বার তারা ট্রেনিং করার সুযোগ পাবে। সামনে ঢাকায় একটি বড় পরিসরে ট্রেনিং করানো হবে সেখানে টাঙ্গাইলের ২০-৩০ জন নারী যেতে পারবে। আশা করছি টাঙ্গাইলের নারী উদ্যোক্তাদের নতুন ভাবে পথচলা সহজ হবে। আজ এই মাসিক মিটিং এ একশত নারী উদ্যোক্তা এসেছে। আমি চেষ্টা করবো আগামীতে দুইশত উদ্যোক্তা একত্রিত করার।

 

৩৮৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *