
স্টাফ রিপোর্টার ॥
এশিয়া উপমহাদেশের ব্যতিক্রমী ও অন্যতম জাদুঘর টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক জাদুঘর। সেতু পূর্বের এই জাদুঘরে দেশি-বিদেশী প্রায় ৫ হাজারের অধিক বন্যপ্রাণীর সংরক্ষণ করা হয়েছে। এসব বন্যপ্রাণী দেখতে জাদুঘরে প্রবেশ করতে টিকিট লাগলেও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শিশু ও কিশোরদের জন্য দিনব্যাপি বিনা টিকেট হাজার হাজার বন্যপ্রাণীর সঙ্গে পরিচিত করার সুযোগ দিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকালে বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক জাদুঘর পরিদর্শন করে দেখা গেছে, জাদুঘরের ভেতরে হাজার হাজার বন্যপ্রাণীর সংগ্রহের অভয়ারণ্য রয়েছে। বিনা টিকেটে শিশু-কিশোরদের প্রবেশ ফি খবরে অভিভাবকসহ পরিবার-পরিজনরা সঙ্গে নিয়ে এসেছেন বন্যপ্রাণীর সঙ্গে পরিচিত করাতে। জাদুঘরের ভেতরে বন্যপ্রাণীঠ প্রদর্শন ঘুরে ঘুরে দেখছেন। শিশু-কিশোররাও বেশ উচ্ছ্বসিত।
সিরাজগঞ্জের পৌর শহরের গোয়লার লিটন মিয়া। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটি পেয়ে ছেলে-মেয়েসহ পরিবার নিয়ে এসেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব আঞ্চলিক জাদুঘর পরিদর্শনে। তিনি বলেন, এরআগে কখনো এই বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক জাদুঘরে আসা হয়নি। এবারই প্রথম আসলাম। জাদুঘরের ভেতরে হাজার হাজার বন্যপ্রাণীর এক সংগ্রহশালা রয়েছে বিষয়টি ভাবতেও পারেনি। শিশুরাও অসংখ্য পশু পাখির সাথে পরিচিত হলো।
বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক জাদুঘরে পরিবারের সাথে ঘুরতে আসা শিশু-কিশোর আরিশা রহমান, জ্যোতি খাতুন ও সাগর হোসেন, মেরাজুল ইসলাম ও জান্নাতুল মাইশাসহ অনেকের সাথে কথা হয়। এসময় তারা বলেন, এই জাদুঘরের ভেতরে আমরা অনেক কিছু দেখলাম। তারমধ্যে, হরিণ, বক, শিয়াল, সাপ, চিল, দৈত্য শুকুন, কচ্ছপ, বানর, কুমিরসহ অসংখ্য বন্যপ্রাণীর সঙ্গে পরিচিত হতে পেরে আমাদের খুব ভাল লাগছে।
বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক জাদুঘরের কিউরেটর জুয়েল রানা বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক জাদুঘরে সকল শিশু-কিশোরদের জন্য দিনব্যাপি প্রবেশ ফি উন্মুক্ত করা হয়েছে। সকাল থেকে অসংখ্য দর্শনার্থী পরিবার-পরিজন নিয়ে জাদুঘর পরিদর্শনে আসছে। এ জাদুঘরে হাজারও বিভিন্ন বন্যপ্রাণীর পরিচিতসহ সংরক্ষণসহ ৫ হাজারের অধিক বন্যপ্রাণী রয়েছে।