
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ক্রীড়া সংস্থা ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার মনিরুজ্জামান মনির আর নেই (ইন্নালিল্লাহি…..রাজিউন)। শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। মনিরুজ্জামান উপজেলার খৈলসিন্দুর গ্রামের মৃত. ওয়াহিদ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠান হয়ে থাকে। প্রতি বছরের ন্যায় এবারও কুচকাওয়াজের জন্য মাঠটি প্রস্তুত করা হয়। সন্ধায় মাঠের কাজকর্ম পরিদর্শন শেষে অফিস কক্ষ থেকে সৈয়দ টাওয়ারে যাওয়ার সময় একটি দোকানে চা পানের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তার হাত-পা কাঁপতে থাকে। এক পর্যায় মাটিতে ঢলে পড়েন তিনি। পরে তাকে কুমুদিনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা, ভাই ও বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক, ব্যবসায়ী, ক্রীড়াঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদে এবং খৈলসিন্দুর গ্রামে তার নামাজে জানাজা শেষে ঘুঘী সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল জানিয়েছেন।