সখীপুর প্রতিনিধি ॥
সারা দেশের মতো যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের সখীপুরে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে সখীপুর কোকিলার পাবর শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন। এসময় উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সখীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন স্কুল, কলেজ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা বিজয় দিবস উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশগ্রহণ করেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে আটটায় পায়রা অবমুক্ত করন, জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ, বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, লুৎফা আনোয়ার প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।