কালিহাতীতে মহান বিজয় দিবস পালিত

কালিহাতী টাঙ্গাইল

কালিহাতী  প্রতিনিধি।।

১৬ ডিসেম্বর ৫২ তম মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। সকাল ৬ টা ৩০ মিনিটে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে একে একে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, কালিহাতী থানা ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ, কালিহাতী প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অফিসার্স ক্লাব, কালিহাতী পৌরসভা, কালিহাতী পৌর আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা আনসার ও ভিডিপি, কালিহাতী কেন্দ্রীয় জয়কালী মন্দির, সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পুস্পস্তবক অর্পণ করেন। পরে দেশ ও জাতির কল্যাণে দোয়া মাহফিল, পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, স্কাউট এবং শিশু কিশোর সংগঠনের সদস্যদের সমাবেশ, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং সম্মাননা প্রদান ও আলোচনা সভা, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান, উপজেলার মসজিদ-মন্দিরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ প্রার্থনা, উপজেলা হাসপাতাল ও এতিমখানাসমূহে উন্নতমানের খাবার পরিবেশন, মহিলা সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরুষদের জন্য সাঁতার ও ভলিবল প্রতিযোগিতা, বিকেলে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদ একাদশ বনাম পৌরসভা একাদশ প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ ও সন্ধায় উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ফারুক, কালিহাতী পৌর মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু প্রমুখ।
এসময় বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

৩০৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *