
স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলা (অনুর্ব্ধ-১৪) ক্রিকেট দল ইয়ং টাইগার্স জাতীয় ক্রিকেট খেলতে সোমবার (১৮ ডিসেম্বর) শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে যাচ্ছে। তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স (অনুর্ব্ধ-১৪) জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহন করবে। প্রথম লীগে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ মানিকগঞ্জ জেলা ক্রিকেট দল এবং বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ জামালপুর জেলা। ফিরতি লীগে ২৩ ডিসেম্বর মানিকগঞ্জ এবং ২৫ ডিসেম্বর জামালপুর জেলার দলের মুখোমুখি হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত সারাদেশ ব্যাপী ইয়ং টাইগার্স (অনুর্ব্ধ-১৪) ক্রিকেট দলের ঢাকা নর্থ অঞ্চলের খেলার ভেন্যু ৩টি হলো শেরপুর, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলা। “এ” গ্রুপে কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে গাজীপুর, নরসিংদী ও ময়মনসিংহ। “বি” গ্রুপে শেরপুর জেলা স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন টাঙ্গাইল জেলা দলের প্রতিপক্ষ জামালপুর ও মানিকগঞ্জ এবং “ সি” গ্রুপে ময়মনসিংহ স্টেডিয়ামে নেত্রকোনা, শেরপুর এবং কিশোরগঞ্জ জেলা। ডাবল লীগ ভিত্তিক টুর্নামেন্টে প্রতিটি গ্রুপের ৩টি চ্যাম্পিয়ন এবং ১২টি দলের সেরা ৪র্থ স্থান অর্জনকারী দল নিয়ে সেমিফাইনাল ২৭ ও ২৮ ডিসেম্বর মুখোমুখি হবে এবং ৩০ ডিসেম্বর ঢাকা নর্থ অঞ্চলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে।
টাঙ্গাইল জেলা দলের খেলোয়াড়বৃন্দ হলেন, রিপন সরকার, নিহাল মুশফিকুর মাহিন, মুস্তাফিজুর তালুকদার, জারিফ আহমেদ, শিমরোজ হাসান শিহাদ, শিশির, সৈয়দ নাহিয়ান (অধিনায়ক), তামজিদ ইসলাম, মোর্শেদ হাসান সোয়াদ, সেলিম খান ফাহিম, রিফাত, সুজয় সাহা, সাকিব হোসাইন, রুদ্র ও রাহাত হোসেন নাফিজ। স্টান্ড বাই- মঞ্জুরুল ইসলাম সৌরভ, মেহেরাব হোসেন ও আল সাফি। ম্যানেজার- ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটন এবং কোচ- আরাফাত রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স ক্রিকেট টুর্নামেন্টে সর্বশেষ টানা ৪ বারের চ্যাম্পিয়ন টাঙ্গাইল জেলা ক্রিকেট দল এবারেও চ্যাম্পিয়ন আশাবাদী। দলের কোচ আরাফাত রহমান ও অধিনায়ক নাহিয়ানের সাথে কথা বলে জানা যায়। তারা ম্যাচ বাই ম্যাচ সুষ্ঠ পরিকল্পনা এগুতে চান। প্রতিটি খেলোয়াড় মাঠে পারফরমেন্স করতে আশাবাদী।