মাভাবিপ্রবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল টাঙ্গাইল সদর

স্টাফ রিপোর্টার ।।

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের অভ্যূদয় এবং বঙ্গবন্ধু: প্রেক্ষাপট ৭ ও ১৭ ডিসেম্বর ১৯৭০’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ১২ তলা একাডেমিক ভবনের অডিটোরিয়াম রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম। এছাড়া লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ উমর ফারুক ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ইকবাল মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন বলেন, রাজনীতি করতে হলে এ দেশে বসে রাজনীতি করতে হবে। সাধারণ মানুষকে আগুনে পুড়িয়ে, গাড়িতে বোমা মারার রাজনীতি বন্ধ করতে হবে। মহান স্বাধীনতা যুদ্ধে সাধারণ মানুষের সহযোগিতায় আমরা ব্রীজ, কালভার্ট, রাস্তা ভেঙেছিলাম কিন্তু এখন সাধারণ মানুষকে পুড়িয়ে মারা হয়। ১৯৭০ সালের নির্বাচনে অনেক বিপথগামী দল অংশগ্রহণ করেনি, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে বিপথগামী দলগুলো অংশগ্রহণ করবে না। তাই বলে নির্বাচন থেমে থাকবে না, নির্বাচন হবে, ইনশাআল্লাহ।

 

৫৩৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *