গোপালপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের গোপালপুরের দুর্গম যমুনার চর শুশুয়ায় শীতার্তদের মাঝে যৌথ উদ্যোগে ৫০০ কম্বল বিতরণ করেছে আমেরিকান ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা শুশুয়া ভিল ও ঢাকা কলেজ এইসএসসি ৯৫ ব্যাচের বন্ধুরা। শনিবার (১৬ ডিসেম্বর) বেলা এগারোটায় শুশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ উদ্বোধন করেন যমুনা টেলিভিশনের নিউজ এডিটর বদরুল আলম লিটন, সামস ছোটন ও ঢাকা কলেজ এইসএসসি ৯৫ব্যাচের অন্যান্য বন্ধুরা।
এ সময় গোপালপুর ও ভুঞাপুর উপজেলার বিভিন্ন চরাঞ্চলের নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশুরাও কম্বল নিতে আসেন। আমেরিকান প্রবাসী মাসুম মাহবুবুর রহমানের উদ্যাগে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকের দায়িত্বে ছিলেন শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশন। শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোমিনুর রহমান বলেন, চরের মানুষের সেবায় আমার টিম সর্বদা নিয়োজিত থাকে ও ভবিষতেও থাকবে।
আমেরিকা প্রবাসী মাসুম মাহবুবুর রহমান জানান, প্রবাসে থাকলেও দেশের মানুষের জন্য সর্বদা কাজ করে যেতে চাই। চরের মানুষ শীতের মৌসুমে অনেক কষ্ট করে তাই শীতের শুরুতেই শীতবস্ত্র বিতরণ করলাম।