কালিহাতীতে চার প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

কালিহাতী টাঙ্গাইল রাজনীতি লিড নিউজ

সোহেল রানা, কালিহাতী ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে স্বতন্ত্র প্রার্থী স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজ কন্যা ব্যারিস্টার সারওয়াত সিরাজসহ চার প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ ওঠেছে। নির্বাচনী আচরণবিধিতে প্রতীক বরাদ্দের আগে কোনও প্রকার প্রচার-প্রচারণা ও ভোট চাওয়ার বিধান না থাকলেও গণ-সংযোগের পাশাপাশি রঙিন পোস্টার-ব্যানার লাগিয়ে ভোট চাইছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। অন্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদার ও তৃণমূল বিএনপির শহিদুল ইসলাম গণসংযোগকালে ভোট চাইছেন বলে জানা গেছে।

সরেজমিনে বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় এলেঙ্গা পৌরসভার এলেঙ্গা বিএম কলেজ এলাকায় স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সারওয়াত সিরাজের পক্ষে রঙ্গিন পোস্টার লাগাতে দেখা যায়। পাশাপাশি তিনি গণসংযোগ কালে স্বশরীরে মানুষের কাছে ভোট ও দোয়া চাচ্ছেন। তিনি নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবেও ভোট ও সমর্থন প্রত্যাশা করে বিভিন্ন ভিডিও চিত্র প্রচার করছেন।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বহিষ্কৃত সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে সশরীরে ভোট ও সমর্থন চাচ্ছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার গণসংযোগকালে ভোট ও সমর্থন চাইছেন। তৃণমূল বিএনপি’র প্রার্থী শহিদুল ইসলামও উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তার সমর্থকদের নিয়ে ভোট ও দোয়া চাইছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কায়ছারুল ইসলাম বলেন, এ সকল কাজ আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। সংশ্লিষ্ট প্রার্থীদেরকে আইনগতভাবে সতর্ক করা হবে। তারপরও যদি উনারা আচরণ বিধি লঙ্ঘন করা থেকে বিরত না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আমরা সকলকে আশস্ত করতে চাই শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন করব।

৫৬৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *