নাগরপুরে ৮৬তম ঘোড়দৌড় প্রতিযোগিতায় হাজারও মানুষের ঢল

খেলা টাঙ্গাইল নাগরপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
গ্রামীণ ঐহিত্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে পরিচিত করার লক্ষ্যে মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ঘোড়দৌড় প্রতিযোগিতা। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার সহবতপুর ইউনিয়নের চরডাঙ্গা এলাকায় ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় ময়দানে এলাকাবাসীর উদ্যোগে ৮৬ তম প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উদ্বোধন করেন সন্ধানী লাইফ ইন্স্যুরেসের চেয়ারম্যান মজিবুল ইসলাম পান্না। প্রতি বছর এই দিনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে এমন আয়োজন উপভোগ করেন এলাকাবাসী।
ঘোড়দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে বাহারী ঘোড়ার পিঠে চেপে চাবুক হাতে প্রতিযোগিতায় অংশ নেন অশ্বারোহীরা। হারিয়ে যাওয়া বাংলার এ ঐতিহ্য দেখতে ছুটে আসেন দূর-দূরান্তের হাজারও মানুষ। এ সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম দুলাল, সাংগঠনিক সম্পাদক শেখ সামছুল হক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক উজ্জল হোসেন মোল্লা, সিএনজি ও অটোরিক্সা নাগরপুর উপজেলা শাখার সহ-সভাপতি রিয়াজ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্দুল্লাহ আল শুভ। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

২৪৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *