স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-৫ (সদর) আসনের বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন তার হলফনামা নির্বাচন কমিশনে জমা দিয়েছেন।
হলফনামায় তিনি যেসব তথ্য দিয়েছেন তা থেকে জানা যায়, ছানোয়ার হোসেন তার শিক্ষাগত যোগ্যতায় নিজেকে বিএ পাশ হিসেবে উল্লেখ করেছেন। তিনি পেশায় একজন ব্যবসায়ী। তার বিরুদ্ধে বর্তমানে কোন মামলা নেই। এর আগে তার বিরুদ্ধে ৫ টি মামলা ছিলো। এর মধ্যে তিনটি মামলায় তিনি খালাস প্রাপ্ত হয়েছেন। আর দুটি মামলায় তিনি অব্যহতি পেয়েছেন।
তার সম্পদ বিবরণীতে তিনি উল্লেখ করেন, কৃষি খাত থেকে বাৎসরিক আয় ৩০ হাজার টাকা। বাড়ি/এপার্টমেন্ট/ দোকান বা অন্যান্য ভাড়া বাবদ তার বাৎসরিক আয় ৪ লাখ ৬৯ হাজার ৭২৬ টাকা। ব্যবসা থেকে তার আয় ২ লাখ ৫৯ হাজার ৬৫০ টাকা। সংসদ সদস্য হিসেবে তার বেতন বাবদ আয় ৬ লাখ ৬০ হাজার টাকা। করমুক্ত সংসদ সদস্য ভাতা থেকে আয় ১৬ লাখ ১ হাজার ৯৫ টাকা ও অংশীদারী ব্যবসা থেকে আয় ৭ লাখ ৪ হাজার ৭৭৫ টাকা।
অস্থাবর সম্পদ বিবরণীতে তিনি উল্লেখ করেন, তার কাছে নগদ টাকা রয়েছে ৫৯ লাখ ৯৪ হাজার ৩৩ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে নিজের নামে ১ লাখ ৫৭ হাজার ৬৮৮ টাকা। তার নিজ নামে মেসার্স আবুল কোম্পানি ও হোসেন এ্যান্ড হোসেন জুট মিল রয়েছে। যার মূল্য ১ কোটি ৭৪ লাখ ৬৪ হাজার ৯৭৮ টাকা। তার নামে একটি মোটর জীপ রয়েছে। যার মূল্য ৯৮ লাখ ৫০ হাজার টাকা। স্ত্রীর নামে স্বর্ণ রয়েছে ৪০ ভরি (উপহার হিসেবে প্রাপ্ত)। ইলেকট্রনিক সামগ্রী রয়েছে নিজ নামে ৩ লাখ ৩০ হাজার টাকার ও আসবাবপত্র রয়েছে ১১ লাখ ১০ হাজার টাকার। এছাড়া তার নামে দুটি সর্টগান রয়েছে, যার মূল্য ৭ লাখ ১৫ হাজার টাকার।
স্থাবর সম্পত্তি হিসেবে তিনি উল্লেখ করেন, তার কৃষি জমি রয়েছে ১.৬৪ একর। যার মূল্য ৪৭ হাজার ৬৫৪ টাকা (ক্রয়কালীন সময়ের মূল্য)। অকৃষি জমি রয়েছে ৪২.২৬ শতাংশ, যার মূল্য ২ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা (ক্রয়কালীন সময়ের মূল্য)। ছানোয়ার হোসেন ও তার স্ত্রীর নামে দুটি মোবাইল রয়েছে, যার মূল্য ৬০ হাজার টাকা। তার নিজের নামে কোন বাড়ি বা ফ্ল্যাট নেই।
তার ঋণ রয়েছে, ভাড়ার জামানত বাবদ ৮ লাখ ৮১ হাজার ২৮৩ টাকা। সিটি, ইষ্টার্ন, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের ক্রেডিট কার্ডে ঋণ বাবদ ১৭ লাখ ২৫ হাজার ৮৭৭ টাকা। এছাড়া ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের এসএমই ঋণ রয়েছে ১৬ লাখ ৮৬ হাজার ৫১৩ টাকা।
ছানোয়ারের ঋণ রয়েছে ৪২ লাখ ৯৩ হাজার ৬৭৩ টাকা
৪১৬ Views