টাঙ্গাইল সদরে নৌকার প্রার্থী মামুনের নিজ নামে স্বর্ণালংকার রয়েছে ৬০ ভরি

টাঙ্গাইল টাঙ্গাইল সদর রাজনীতি লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-৫ (সদর) আসনের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট মামুনুর-অর-রশিদ মামুন নির্বাচন কমিশনে তার হলফনামা জমা দিয়েছেন।
তিনি হলফনামায় যেসব তথ্য দিয়েছেন তা থেকে জানা যায়, এ্যাডভোকেট মামুনুর-অর-রশিদ মামুন এলএলবি ডিগ্রি অর্জন করেছেন। পেশায় তিনি একজন ব্যবসায়ী। তার নামে বর্তমানে কোন মামলা নেই। তবে অতীতে তার নামে একটি মামলা ছিলো, তাতে তিনি খালাস প্রাপ্ত হয়েছেন। তার সম্পদ বিবরণীতে তিনি উল্লেখ করেন, কৃষি খাত থেকে তার বাৎসরিক আয় ১ লাখ ৫০ হাজার টাকা। বাড়ি/এপার্টমেন্ট/ দোকান বা অন্যান্য ভাড়া বাবদ তার বাৎসরিক আয় ৭২ হাজার টাকা। ব্যবসা থেকে তার আয় ১০ লাখ ৯০ হাজার ১০০ টাকা। শেয়ার, সঞ্চয়পত্র/ব্যাংক আমানত থেকে তার আয় ১ লাখ ৭১ হাজার ৬১৪ টাকা।
অস্থাবর সম্পত্তির হিসেবে তিনি উল্লেখ করেন, তার কাছে নগদ টাকা রয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা ও স্ত্রীর নামে রয়েছে ২০ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ৬৯ লাখ ১ হাজার ৭২৯ টাকা ও স্ত্রীর নামে রয়েছে ৫ লাখ টাকা। তার একটি গাড়ি রয়েছে, যার মূল্য ১৩ লাখ টাকা। নিজ নামে স্বর্ণালংকার রয়েছে ৬০ ভরি (উপহার হিসেবে প্রাপ্ত)। ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্রের দাম অজানা উল্লেখ করেছেন।
স্থাবর সম্পত্তির মধ্যে নিজ নামে কৃষি জমি রয়েছে ৩৩৭.৮৩ শতাংশ যার মূল্য ৩৬ লাখ ৩০ হাজার টাকা (অর্র্জনকালীন সময়ের মূল্য)। তার নামে দুটি দোকান রয়েছে যার অর্জনকালীন সময়ের মূল্য ৭ লাখ ৮৪ হাজার। তার নিজ নামে একটি ফ্ল্যাট বাড়ি রয়েছে যার মূল্য ৩৬ লাখ টাকা (যখন কিনে ছিলেন তখনকার মূল্য)।

৫০৮ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *