
স্টাফ রিপোর্টার ।।
টাঙ্গাইল-৫ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী শহরে মতবিনিময় করেছেন। নাগরিক কমিটির উদ্যােগে শহরের ১৮নং ওয়ার্ডের সাবালিয়া চৌরাস্তার মোড়ে সভাটি হয়। এতে সাধারণ মানুষ আগ্রহের সাথে অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মুরাদ সিদ্দিকী বলেন আমি আপনাদের লোক। আপনারা আমাকে ভালবেসে একাধিকবার ভোট দিয়েছেন। কিন্তু সেইভোট ধরে রাখতে পারি নাই৷ এবার দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। আশা করি আপনাদের ভোটে বিজয়ী হবো৷ জনগণের সেবায় নিজেকে মেলে ধরতে পারবো।
মুরাদ সিদ্দিকী আরো বলেন অন্য প্রার্থীদের সাথে আমার যোগ্যতা বিবেচনা করে দেখবেন। আমি বিজয়ী হলে সারাজীবন কামলা হয়ে আপনাদের সেবা করবো। যা অতীত বর্তমানেও করে চলেছি। আপনাদের কাছে এবার একটি করে ভোট ভিক্ষা চাই।
ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা ঘাতক দালাল নিমূল কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনি আরজু, যুবনেতা জাহাঙ্গীর আলম, চন্দন সূত্রধর, শ্রমিক নেতা আব্দুর রহিম কালু, সরোয়ার হোসেন ও পারভেজ শহীদ প্রমুখ।
টাঙ্গাইলের প্রভাবশালী সিদ্দিকী পরিবারের সদস্য মুরাদ সিদ্দিকীর সদর আসনে রয়েছে নিজস্ব ভোটব্যাংক। তিনি এরআগে উল্লেখযোগ্য ভোট পেয়ে পরাজিত হন।
মুরাদ সিদ্দিকী ছাড়াও সদর আসনের প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট মামুনুর রশিদ, স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি ছানোয়ার হোসেন, পৌরসভার সাবেক মেয়র জামিলুর রহমান মিরন, জাতীয় পার্টি মনোনীত মোজাম্মেল হক ও বিএনপির বহিষ্কৃত কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট খন্দকার আহসান হাবীব প্রমুখ।