স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী মির্জাপুর উপজেলার ৪ বারের সাবেক উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু তার হলফনামা নির্বাচন কমিশনে জমা দিয়েছেন।
হলফনামায় তিনি যেসব তথ্য দিয়েছেন তা থেকে জানা যায়, মীর এনায়েত হোসেন মন্টু এইচএসসি পাস করেছেন। পেশায় তিনি ব্যবসায়ী। তার নামে কোন মামলা নেই। তার সম্পদ বিবরণীতে তিনি উল্লেখ করেন, কৃষি খাত থেকে তার বাৎসরিক আয় ৩৬ হাজার ৭৬০ টাকা। বাড়ি/এপার্টমেন্ট/ দোকান বা অন্যান্য ভাড়া বাবদ তার বাৎসরিক আয় ৫ লাখ ৩৬ হাজার ৭৭৮ টাকা। তিনি পেশায় ব্যবসায়ী হলেও ব্যবসা থেকে তার কোন আয় তিনি উল্লেখ করেননি। উপজেলা চেয়ারম্যান হিসেবে সম্মানী ভাতা পান ৪ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা। বীর মুক্তিযোদ্ধা হিসেবে সম্মানী পান ৩ লাখ ৩০ হাজার টাকা।
অস্থাবর সম্পত্তির হিসেবে তিনি উল্লেখ করেন, তার কাছে নগদ টাকা রয়েছে ২০ লাখ টাকা। এছাড়া এ খাতে তিনি আর কিছু উল্লেখ করেননি। স্থাবর সম্পত্তির মধ্যে নিজ নামে কৃষি জমি পৈত্রিক সূত্রে পেয়েছেন ২.৬৪ একর ও ক্রয় সূত্রে ৫২ শতাংশ রয়েছে। নিজ নামে অকৃষি জমি রয়েছে পৈত্রিক সূত্রে পাওয়া ৫৩ শতাংশ জমি। ক্রয়সূত্রে তার জমি রয়েছে .৩৩৩ শতাংশ যার মূল্য ১৭ হাজার ৫০০ টাকা, ১০ একর জমি যার মূল্য ১৫ লাখ টাকা এবং ৯.৪০ শতাংশ জমি যার মূল্য ১০ লাখ ৩৩ হাজার টাকা (অর্র্জনকালীন সময়ের মূল্য)। তার নামে ২ তলা ইমারত রয়েছে যার মূল্য ১৭ লাখ টাকা (অর্র্জনকালীন সময়ের মূল্য)। তিন তলা একটি ইমারত রয়েছে যার মূল্য ৪১ লাখ ৩১ হাজার ৫০০ টাকা (অর্র্জনকালীন সময়ের মূল্য)।
তার ঋণ রয়েছে ইসলামী ব্যাংকে হোম লোন ৯০ লাখ ৬৪ হাজার ২৮৫ টাকা ও ব্রাক ব্যাংকে হোম লোন রয়েছে ৪১ লাখ ১৮ হাজার ৬৪০ টাকা।