
সোহেল রানা, কালিহাতী ॥
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদারকে বিজয়ী করার লক্ষ্যে ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে কালিহাতী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে কালিহাতী শহীদ শফি সিদ্দিকী চত্বরে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। এর আগে ছাত্রলীগের উদ্যোগে বিশাল মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়।
আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান তুহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম সিদ্দিকী পলাশ, কালিহাতী পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আল হাদি নিশাত, কালিহাতী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নাঈমুল ইসলাম দূর্জয়।
এ সময় বক্তারা বলেন, কালিহাতী উপজেলা মুক্তিযুদ্ধের ঘাঁটি। এ উপজেলায় নৌকা কোনও দিন হারেনি। নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করতে আপনারা পাড়া মহল্লায় গিয়ে নৌকা মার্কার জন্য ভোট প্রার্থনা করুন। আগামী ৭ জানুয়ারি বিপুল ভোটের ব্যবধানে নৌকাকে বিজয়ী করে এ আসনটি জননেত্রী দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবো ইনশাল্লাহ।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।