ঘাটাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইলে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগীতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার জামুরিয়া ইউনিয়নের মধ্য কর্ণা নবারুন ক্লাবের আয়োজনে মধ্যকর্ণা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত এমপি প্রার্থী ক্যাপ্টেন (অব:) জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমের ঘাটাইল উপজেলা শাখার উপদেষ্টা মনজুরুল হক, সদস্য সচিব সরকার শাহীন, যুগ্ম আহবায়ক আরিফুজ্জামান রাসেল প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মধ্যকর্ণা নবারুন ক্লাবের সভাপতি সালেম আল বাহার, সাধারণ সম্পাদক বিজয় খানসহ ক্লাবের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকাবাসী। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।