স্টাফ রিপোর্টার ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বী ৫৪জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে উৎসব মুখর পরিবেশে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রার্থীদের অনুকূলে বরাদ্দ দেওয়া প্রতীকের মধ্যে ছিল- নৌকা, নোঙ্গর, ট্রাক, একতারা, ঈগল, সোনালী আঁশ, মাথাল, কেটলী ও ফুলের মালা।
এদিকে প্রতীক বরাদ্দ দেওয়ার পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ূর রহমানসহ ডিজিএফআই, এনএসআই কর্মকর্তা ও বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
এ সময় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম জানান, নির্বাচনী বিধিমালা মেনে প্রার্থীদের প্রচারণা চালাতে হবে। কারও বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
টাঙ্গাইলে প্রতিক বরাদ্দ শেষে প্রার্থীদের সাথে জেলা রিটার্নিং কর্মকর্তা সভা
৩৫৫ Views