
স্টাফ রিপোর্টার ।।
নানা আয়োজনে টাঙ্গাইল জেলা কারাগারে ১৬ ডিসেম্বর রবিবার পালিত হল মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষ্যে জেলা কারাগারের সামনের চত্তরে জেল খানার সকল সদস্যদের সমন্বয়ে ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় । এসময় ক্রীড়া প্রতিযোগিতার মধ্য ছিল পুরুষ ও মহিলাদের পাতিল ভাঙ্গা,আবৃতি ,গান ও বালিশ খেলা। এতে জেল খানার সকল সদস্যদের সমন্বয়ে কয়েকটি বিভাগে খেলাধুলার পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেল সুপার।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেল সুপার মকলেছুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলার মোহাম্মদ হাবীবুর রহমান,
ডেপুটি জেলার সাখাওয়াত হোসেন ,
কারারক্ষী মো: আশরাফুল হক রাসেল, আল আমিনসহ জেলখানার কর্মকর্তারা। পরিশেষে জেল সুপার সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি’ শীর্ষক আলোচনা করেন।