সোহেল রানা, কালিহাতী ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে আচরণবিধি লঙ্ঘন করে রঙিন পোস্টার ও ব্যানার লাগানোর সংবাদ অনলাইন নিউজ পোর্টাল টাঙ্গাইল নিউজবিডিতে প্রকাশের পর স্বতন্ত্র প্রার্থী সারওয়াত সিরাজ শুক্লার রঙিন পোস্টার-ব্যানার অপসারণ করেছে কালিহাতী উপজেলা প্রশাসন। রোববার (১৭ ডিসেম্বর) বিকালে উপজেলা সদরের দক্ষিণ বেতডোবা, কালিহাতী কলেজ গেইট ও মোড়, বাসস্ট্যান্ড, উত্তর বেতডোবা, সাতুটিয়া, উপজেলা পরিষদ এলাকা, বাগুটিয়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেকের নেতৃত্বে রঙিন পোস্টার ও ব্যানার অপসারণ অভিযান পরিচালনা করা হয়।
সরেজমিনে গত বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় এলেঙ্গা পৌরসভার এলেঙ্গা বিএম কলেজ এলাকায় স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার পক্ষে রঙ্গিন পোস্টার লাগানো হয়। পাশাপাশি তিনি গণসংযোগকালে সশরীরে মানুষের কাছে ভোট ও দোয়া চাচ্ছেন। তিনি নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবেও তিনি ভোট ও সমর্থন প্রত্যাশা করে বিভিন্ন কনটেন্ট আপলোড করার বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের দৃষ্টি আকর্ষণ ও সংবাদ প্রকাশের পর রঙ্গিন পোস্টার ও ব্যানার অপসারণ অভিযান পরিচালনা করতে দেখা যায়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, রঙিন পোস্টার লাগানোর বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থীকে আইনগতভাবে সতর্ক করার পর সেগুলো অপসারণ করা হয়। এছাড়াও অন্যান্য প্রার্থীদেরকেও সতর্ক করা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনী সকল আইন ও আচরণবিধি পরিপালনে প্রশাসন সবসময় সচেষ্ট থাকবে। ভবিষ্যতে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ প্রকাশের পর কালিহাতীতে স্বতন্ত্র প্রার্থী শুক্লা সিরাজের রঙ্গিন পোস্টার অপসারণ
৩১৪ Views