মির্জাপুরে নৌকার মনোনয়ন প্রত্যাশীরাই এখন নৌকার বিপক্ষে এক মঞ্চে

টাঙ্গাইল মির্জাপুর রাজনীতি লিড নিউজ

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে নৌকার চার মনোনয়ন প্রত্যাশীরাই এখন নৌকার বিপক্ষে এক মঞ্চে । ‘হটাও টাঙ্গাইল বাঁচাও মির্জাপুর’ এই শ্লোগান দিয়ে আওয়ামী লীগের চার মনোনয়ন প্রত্যাশী এক মঞ্চে নির্বাচনী জনসমাবেশ করেছেন। তারা সবাই স্বতন্ত্র প্রার্থী উপজেলা পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান প্রবীন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুকে সমর্থন দিয়ে তার নির্বাচনী প্রতীক ট্রাক মার্কায় ভোট প্রার্থনা করে প্রচারণা শুরু করলেন। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজিত নির্বাচনী সমাবেশে তারা সকলেই আগামী ৭ জানুয়ারী ট্রাক মার্কায় ভোট প্রার্থনা করেছেন।

আওয়ামী লীগের চার মনোনয়ন প্রত্যাশীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের টানা চারবারের সাংসদ প্রয়াত একাব্বর হোসেনের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য রাফিউর রহমান ইউসুফজাই সানি ও জেলা আওয়ামী লীগের সদস্য অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ। এদের মধ্যে রাফিউর রহমান ইউসুফজাই সানি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে তা প্রত্যাহার করেন।

নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীমা আক্তার শিফা, জেলা শ্রমিকলীগের সভাপতি মীর দৌলত হোসেন বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, দপ্তর সম্পাদক জহিরুল হক, আওলাদ হোসেন, শরিফুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।

এ আসনে ৯ জন নেতা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন। এদের মধ্যে বর্তমান সংসদ সদস্য খান আহমেদ শুভকে দলীয় মনোনয়ন দেয়া হয়। এতে ক্ষুব্দ হয়ে মনোনয়ন বঞ্চিত ওই চার আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুকে সমর্থন দিয়ে জনসমাবেশে ট্রাক মার্কায় ভোট প্রার্থনা করেন। মীর এনায়েত হোসেন মন্টু গত ২৭ নভেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনী জনসভায় একটি পৌরসভা ও ১৪ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও দশ সহ¯্রাধিক সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
বক্তারা ‘হটাও টাঙ্গাইল বাঁচাও মির্জাপুর’ এই শ্লোগান দিয়ে স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কায় ভোট প্রার্থনা করেন।

 

৬৭৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *