স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-৫ (সদর) আসনের আওয়ামী লীগের বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিকের ছানোয়ার হোসেনের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল পৌরশহরের বেড়াডোমা এলাকার চৌরাস্তায় এ অফিস উদ্বোধন করা হয়।
ঈগল প্রতিকের অফিস উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন। এ সময় বেড়াডোমা এলাকার শতাধিক কর্মী-ভোটাররা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে এ নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়।