মধুপুর প্রতিনিধি ।।
“ব্যাবসায়ী নয় উদ্যোক্তা হব”এই শ্লোগান নিয়ে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের জামালপুরের উদ্যোগে “উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ ” অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মধুপুর ব্র্যাক লার্নিং সেন্টারে ক্লাইমেট ব্রীজ ফান্ড এবং কেএফডব্লিউ এর অর্থায়নে বাস্তবায়িত “স্ট্রেন্ডেনিং ইকোনমিক রিকভারি ক্যাপাসিটি অব ক্লাইমেট ভালনারেবল নিউ-পিওর, স্পেশালি রিটার্নি মাইগ্রেন্টস ইপ্যাক্টেড বাই কোভিড-১৯ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মাইগ্রেশন এবং রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টার জামালপুরের ১৬ জন বিদেশ ফেরত ও ৪ পরিবারের সদস্যদের অংশগ্রহণে তিন দিন ব্যাপি উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে উদ্যোক্তা উন্নয়নের নানা বিষয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে গ্রুপভিত্তিক দলগত অনুশীলন ও বক্তব্যের মাধ্যমে বিদেশ ফেরত অভিবাসীদের আত্মকর্মসংস্থান ব্যবসা উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। ব্যবসায়িক পরিকল্পনা ও মূলধন গঠন পণ্য বাজারজাতকরণ ও ব্যবসা সম্প্রসারণ, বিক্রয় ব্যবস্থাপনা ও ক্রেতা সন্তুষ্টিসহ ব্যবসার ঝুঁকি ব্যবস্থাপনা, ব্যবসার হিসাব ব্যবস্থাপনা, সম্পদের শ্রেণীবিভাগ, বহুমুখীকরণ এবং সম্প্রসারণ এর পাশাপাশি পারিবারিক আয়-ব্যয় বিশ্লেষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাবের সাথে খাপ খাওয়ানোর কৌশল, জলবায়ু সহিষ্ণু জীবিকার পরিকল্পনা, ছোট পরিসরেও কীভাবে কর্মক্ষেত্র তৈরি করে আয় উপার্জনে সম্পৃক্ত হওয়া যায় সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণে জামালপুর ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কো-অর্ডিনেটর আরিফুল ইসলাম, প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করেন এসএসইআর মোঃ শামসুল হক, জামালপুরের ফিল্ড অর্গানাইজার নাজমুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ করা হয়।
মধুপুরে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
২৫৯ Views