
সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে চাঞ্চল্যকর দাদাকে পিঁড়ি দিয়ে পিটিয়ে হত্যার আসামি নাতি মফিজুলকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকান্ড ঘটনার পর থেকে আসামি মফিজুল পলাতক ছিল। বুধবার (২০ ডিসেম্বর) বিকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা মুন্দইল এলাকা থেকে দাদা হত্যার আসামি মফিজুলকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মফিজুল এলেঙ্গা পৌরসভার স্বরূপপুর গ্রামের ফারুকের ছেলে। গত (১৮ ডিসেম্বর) নিহতের মেয়ে নুরবানু বাদী হয়ে নাতি মফিজুলকে আসামি করে মামলা দায়ের করেন।
জানা গেছে, গত (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় আনছের আলীর সঙ্গে ছেলে ও নাতির ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে দাদা আনছের আলীর মাথায় পিঁড়ি দিয়ে আঘাত করে। এতে তার মাথা থেঁতলে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কালিহাতী থানার এসআই সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে হত্যার আসামি মফিজুলকে মুন্দইল এলাকা থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।