টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেনের নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ

টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

স্টাফ রিপোর্টার।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেনের নির্বাচনী অফিস ভংচুর করার অভিযোগ নৌকার প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে । মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মগড়া ইউনিয়নের আয়নাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী সানোয়ার হোসেনের ছোট ভাই আশরাফ হোসেন জানান, নৌকার সমর্থক একদল সন্ত্রাসী এসে আমাদের নির্বাচনী অফিসে ঢুকে ভাঙচুর করে এবং সকল পোস্টার ছিড়ে ফেলে। এছাড়া যারা এই অফিসে বসবে তাদেরকে গলা কেটে হত্যা করার হুমকি দেয়। নৌকার প্রার্থী একদল সন্ত্রাসী সর্বহারাদের নিয়ে নির্বাচনী এলাকায় সমাবেশ ঘটাচ্ছে। প্রশাসনের কাছে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। এ ঘটনায় নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানাবেন বলে তিনি জানান।

 

৪৫৮ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *