সোহেল রানা, কাািলহাতী ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল- ৪ কালিহাতী আসনে আওয়ামী লীগের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডুকে বিজয়ী করতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) উপজেলার পটল বাজার বণিক সমিতির সভাটির আয়োজন করে। শহিদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু। বক্তারা বলেন, কালিহাতীতে নৌকার কোন বিকল্প নেই। উন্নয়ন ও শান্তির নৌকাকে বিজয়ী করতে হবে। শেখা হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাতে। তাই সবাইকে নৌকাতেই ভোট দেওয়ার অনুরোধ করছি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম আনোয়ার হোসেন, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল কাদের, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক সুমন সিদ্দিকী, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লা, পটল বাজার বণিক সমিতির সাবেক সভাপতি ডা. মোহাম্মদ আলী, সাবেক মেম্বার আবু সামা প্রমাণিক, দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এস এম হাসান মাহমুদ প্রমুখ।
সভাটি সঞ্চালনা করেন আব্দুল হাকিম।