মধুপুর প্রতিনিধি ।।
টাঙ্গাইলের মধুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহন কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর বুধবার সকালে মধুপুর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. কায়ছারুল ইসলাম।
নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) আগারগাঁও, ঢাকা কর্তৃক আয়োজিত কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার,ময়মনসিংহ আঞ্চলিক সিনিয়র নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী, টাঙ্গাইল জেলা সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন, মধুপুর থানা অফিসার্স ইনচার্জ মোল্লা আজিজুর রহমান প্রমুখ। এতে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।
প্রশিক্ষণ কর্মশালায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি, আইন শৃঙ্খলা, প্রিজাইডিং কর্মকর্তাদের দ্বায়িত্ব পালন নিয়ে আলোচনা করা হয়। নির্বাচন অবাধ সুষ্ঠু করার লক্ষ্যে প্রিজাইডিং কর্মকর্তাদের যথাযথ ভাবে দ্বায়িত্ব পালনের গুরুত্ব আরোপ করা হয়।
কর্মশালায় ভোটগ্রহন কর্মকর্তা ছাড়াও সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।