সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে ৩টি ড্রেজার মেশিন ও ৫ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার কোকডহরা ইউনিয়নের চারান বিল ও তৎসংলগ্ন এলাকায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক। এ সময় টের পেয়ে ড্রেজার মালিকরা সটকে পড়েন। এ সময় তিনটি ড্রেজার, দুটি সাব-মেশিনসহ ৫ হাজার ফুট পাইপ ধ্বংস করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, এসব ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ব্রিজ এবং সড়কসহ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়ে যাচ্ছে এবং পরিবেশের ওপর বিরুপ প্রভাব পড়ছে। জনস্বার্থে এ ধরনের ড্রেজারের বিরুদ্ধে বিধি মোতাবেক অভিযান পরিচালনা করা হয়েছে এবং পরবর্তীতেও তা অব্যাহত থাকবে।